বিবিধ বিভাগে ফিরে যান

সুভাষ মুখোপাধ্যায়

February 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন। কবিতা তাঁর কাছে ছিল, মানুষের জন্য কথা বলার হাতিয়ার। তিনি নিজে লিখেছিলেন, ‘আমি চাই কবিতা দিয়ে মানুষের হাতগুলোকে এমন ভাবে কাজে লাগাতে যাতে দুনিয়াটা মনের মতো করে আমরা বদলে নিতে পারি।’

নিজের কবিতা সম্পর্কে লিখেছেন, ‘আমার লেখায় আমি দেখেছি, যে জায়গাটা লোকে খুব প্রশংসা করেছে, এটা দারুণ লিখেছো, সে সব জায়গা, আমি দেখেছি, আসলে আমার নয়। অন্যের কথা। সাধারণ মানুষের কথা। আমি মেরে দিয়েছি। আত্মসাৎ করেছি। কেউ ভিক্ষে করে খায়। তুমি কী করো? না, টুকিয়ে, টুকিয়ে খাই।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Subhas Mukhopadhyay, #poet, #birth anniversary

আরো দেখুন