বিবিধ বিভাগে ফিরে যান

আলিঙ্গনের রকমফের

February 12, 2024 | 2 min read

ভালোবাসার কোন নির্দিষ্ট দিন হয় না৷ ভালোবাসা প্রকাশেরও না। তবু্ও ভ্যালেন্টাইন উইকে একটি বিশেষ দিন রাখা হয়েছে শুধু মাত্র আলিঙ্গনের জন্য৷ ১২ ফেব্রুয়ারি ‘হাগ ডে’ অর্থাৎ  ‘আলিঙ্গন দিবস’। আর সে আলিঙ্গনটি হতে পারে প্রিয় মানুষ বা এমনকি প্রিয় প্রাণীটির সঙ্গেও।    

মন খারাপে আমরা কাছের মানুষটিকে জড়িয়ে ধরতে চাই। কিন্তু জানেন কি একেকটি জড়িয়ে ধরার মধ্যে লুকিয়ে আছে এক এক রকমের বৈশিষ্ট্য, তাদের মানেও আলাদা৷ 

জেনে নেওয়া যাক কোন হাগের কী মানেঃ 

বিয়ার হাগ

কারোর প্রতি অটুট ভালোবাসা ও স্নেহ বোঝাতে জোরে তাকে আলিঙ্গন করুন৷ সাধারণত বাবা মায়েরা তাদের সন্তানদের এই ভাবেই জড়িয়ে ধরেন৷ বিয়ার হাগ মানসিক চাপ দূর করতে সাহায্য করে৷ কাউকে এই ভাবে জড়িয়ে ধরার অর্থ আপনি তার ব্যাপারে খুব সিরিয়াস৷ তার প্রতি গভীর অনুভূতি রয়েছে আপনার৷

পোলাইট হাগ

এই ধরনের হাগ সাধারণত অফিসের কর্মী বা পরিচিতদের সঙ্গে করা হয়৷ এই ধরনের আলিঙ্গন করার সময় একে অপরের শরীরের শুধুমাত্র উপরের অংশ পরস্পরের কাছে আসে৷ পোলাইট হাগ যদি কোন কাছের মানুষের কাছ থেকে পান তার মানে সে দুরত্ব বজায় রাখতে চাইছে৷

ওয়ান ওয়ে হাগ

মানে একতরফা আলিঙ্গন৷ কেউ সর্বস্ব দিয়ে আপনাকে জড়িয়ে ধরেছে৷ কিন্তু অপর ব্যক্তি তাতে কোন সাড়া দিচ্ছে না৷ এই ধরনের আলিঙ্গন এক তরফা ভালোবাসা বা ভালোলাগাকে বোঝায়৷ অপর ব্যক্তির মধ্যে তার প্রতি প্রেমের কোন অনুভূতি নেই৷ সাময়িক দূর্বলতা বা কোন ঘটনার কারণে তাকে জড়িয়ে ধরেছে৷

ইন্টিমেট হাগ

নামেই আলিঙ্গনের অর্থ পরিস্কার৷ ঘনিষ্ঠ ভাবে একে অপরকে জড়িয়ে ধরা৷ একে অপরের বাহুতে দুজনে আলিঙ্গনবদ্ধ অবস্থায় জড়িয়ে থাকে৷ দু’জনের মধ্যে চোখাচোখি হলে তো কথাই নেই৷ তা ভালোবাসাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে৷ সম্পর্কে আরোও গভীরতা তৈরি করতে পারে৷

বাডি হাগ

পাশ ফিরে অপর ব্যক্তির কোমরে হাত রেখে তাকে কাছে টেনে আনা৷ সাধারণত বন্ধুরা এই ভাবেই আলিঙ্গন করে৷ যুগলরাও করতে পারে৷ এর মানে তাদের মধ্যে শুধু প্রেমের নয় বন্ধুত্বের সম্পর্কও রয়েছে৷

ব্যাক হাগ

পিছন দিক থেকে জড়িয়ে ধরা৷ ইন্টিমেট হাগও বলা যায়৷ এর মানে একে অপরের প্রতি বিশ্বাস অটুট৷ সন্তানরা অনেক সময় তাদের বাবা মায়েদের এই কায়দায় জড়িয়ে ধরে৷ কাছের মানুষের কাছ থেকে এই ধরনের আলিঙ্গন পেলে তার অর্থ সে আপনার ব্যাপারে খুব পজিসিভ ও কেয়ারিং৷ সব বিপদ থেকে আপনাকে রক্ষা করতে চায় সে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#hug day, #Hug day 2024, #Valentine Day week

আরো দেখুন