রাজ্য বিভাগে ফিরে যান

বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছনোয় নজির, ৭৫ লক্ষের মাইলফলক বাংলার

February 12, 2024 | < 1 min read

বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার নিরিখে নজির গড়ল বাংলা। শুক্রবার পর্যন্ত বাংলার ৭৫ লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ নিশ্চিত করা হয়েছে। বাংলার প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ সুনিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ করছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। রাজ্যের কয়েকজন মন্ত্রী ও মুখ্যসচিব বিপি গোপালিকা ও সংশ্লিষ্ট দপ্তরের সচিব সুরেন্দ্র গুপ্তকে নিয়ে একটি কমিটি গড়েছে রাজ্যে। কমিটি নিয়মিত বৈঠক করে কাজ নিয়ে পর্যালোচনা করবে এবং জরুরি সিদ্ধান্ত নেবে। ২০২৪-র ডিসেম্বরের মধ্যে বাংলায় ১ লক্ষ ৭২ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ নিশ্চিত করার টার্গেট নেওয়া হয়েছে।

এই প্রকল্পের সূচনা হয়েছিল ২০২০ সালের ৭ জুলাই। ৫৮ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলার প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার টার্গেট নেওয়া হয়েছিল। এই প্রকল্পে কেন্দ্র-রাজ্য ৫০ শতাংশ করে টাকা দেওয়ার কথা। তবে নবান্নের দাবি, জমি, বিদ্যুৎ এবং রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যের আরও ২৫ শতাংশ টাকা খরচ হয়। করোনার জেরে সে কাজ ব্যাহত হয়েছে। মাত্র সাড়ে তিন বছরে ৭৫ লক্ষ ১১ হাজার ৩৩টি বাড়িতে জলের সংযোগ পৌঁছে দিয়েছে রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #household, #drinking water, #houses

আরো দেখুন