বিবিধ বিভাগে ফিরে যান

পড়ুয়াদের মধ্যে কমছে লেখার অভ্যাস? সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য

February 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লিখতে চাইছে না হাল আমলের পড়ুয়ারা। শিক্ষকদের বক্তব্য, ছাত্রছাত্রীদের মধ্যে ক্রমশ কমছে লেখার অভ্যাস। লেখার অভ্যাস তৈরি করতে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ, লিট ফেস্ট ইত্যাদির আয়োজন করছে একধিক স্কুল।

করোনা পর্ব থেকেই পড়ুয়াদের মধ্যে লেখার অভ্যাস কমছে। সব ক্লাসের পড়ুয়াদের মধ্যেই এটা দেখা যাচ্ছে। তবে উচ্চ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে তা বেশি দেখা যাচ্ছে। শিক্ষকদের বক্তব্য, লেখার মান একেবারে তলানিতে পৌঁছচ্ছে। ব্যাকরণ, বাক্য গঠনে ত্রুটি দেখা যাচ্ছে। সব্বাই ইংরেজিতে কথা বলতে আগ্রহী। কথা বলায় আগ্রহ বেশি, সঠিক শব্দের ব্যবহার নিয়ে কেউ চিন্তিত নন। ফর্মাল লেখার ক্ষেত্রেও হাল আমলের সমাজ মাধ্যমের ভাষা ঢুকে যাচ্ছে। জানুয়ারি মাসে শহরের এক বেসরকারি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হওয়া পড়ুয়াদের জিজ্ঞাসা করা হয়েছিল, কত জন লেখক হতে চায়। তিনশো জনের মধ্যে কেবল দু’জন হাত তুলেছিল।

অনেকের মতেই, কয়েক বছর আগেও এত সমাজ মাধ্যম, কম্পিউটার, টেলিভিশনের বাড়বাড়ন্ত ছিল না। ফোন, টিভি মানুষের বইয়ের প্রতি ভালবাসাকে কমিয়ে দিয়েছে। লেখার জন্য শব্দ জানা প্রয়োজন। কিন্তু এ যুগের ছোটদের ভোকাবুলারিই তৈরি হচ্ছে না। বহু স্কুল পাঠ্যক্রমে ভোকাবুলারি, স্পেলিং ক্লাবের মতো বিষয়গুলোকে রাখছে। লিখতে আগ্রহ তৈরির জন্য স্টোরিটেলিং সেশন, লিট ফেস্টের আয়োজন করা হচ্ছে। লেখার পাশাপাশি পড়ানোর আগ্রহও বাড়ানোর চেষ্টা করছে বেশ কিছু স্কুল কর্তৃপক্ষ। লেখকদেরও নানান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে স্কুলগুলোতে।

লেখার পাশাপাশি পড়ার অভ্যাসও কমছে। লেখার জন্য প্রয়োজন পাঠ, তবেই নিত্যনতুন ভাবনা আসবে। পড়ুয়াদের মধ্যে পড়ার অভ্যাস কমে যাওয়ায় লেখার অভ্যাসও বিঘ্নিত হচ্ছে। বহু স্কুল ক্রিয়েটিভ রাইটিং প্রতিযোগিতার আয়োজন করছে। লেখার অভ্যাস ফিরিয়ে আনতে ডায়েরি লেখার কথাও বলছেন শিক্ষক-শিক্ষিকারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #students, #writing habit

আরো দেখুন