রাজ্য বিভাগে ফিরে যান

স্বাস্থ্যক্ষেত্রেও বঞ্চিত বাংলা? যক্ষ্মা ঠেকানোর টিকা পেল না রাজ্য!

February 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বাস্থ্যক্ষেত্রেও বঞ্চনার শিকার বাংলা? কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে কর্মসূচি নিয়েছে ২০২৫ সালের মধ্যে ভারত থেকে যক্ষ্মা নির্মূল করা হবে। বয়স্ক ও কো-মর্বিডিটিদের ‘বিসিজি আডাল্ট রি-ভ্যাকসিনেশন’ নামে জোড়া টিকাকরণ কর্মসূচি নিয়েছে কেন্দ্র। রাজ্যে রাজ্যে বিসিজি টিকা পাঠানোর কাজ শুরু হলেও, বাংলার জন্য কোনও টিকা বরাদ্দ হয়নি। এমনকি অর্থ বরাদ্দও করা হয়নি।

বাংলার সঙ্গে কেন এমনটা করা হল? উত্তর মেলেনি। খবর পাওয়া গিয়েছে, জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির আওতায় বাংলাকে যুক্ত করতে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম দিল্লিতে চিঠি দিয়েছেন। সূত্রে খবর, স্বাস্থ্য প্রতিনিধিরা আগামী সপ্তাহে দিল্লি যাবেন। জুন মাস থেকে গোটা দেশে কর্মসূচি চালু হবে।

কেন্দ্রের যক্ষ্মা দূরীকরণ কর্মসূচির ‘নিকশয়’ পোর্টালের তথ্য অনুযায়ী, ফি বছর ৫০ হাজার মানুষ যক্ষ্মা আক্রান্ত হন। মোট আক্রান্তর গড়ে ৫ শতাংশ মানুষ সুস্থ হন। গত বছর ডিসেম্বর পর্যন্ত রাজ্যে নথিভুক্ত টিবি রোগীর সংখ্যা কমপক্ষে দেড় লক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #modi govt, #Tuberculosis Vaccine

আরো দেখুন