বিনোদন বিভাগে ফিরে যান

বিয়ের চেয়েও এগিয়ে রাখেন বন্ধুত্ব! কী বললেন সুস্মিতা?

February 13, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা বিশ্ব তাঁর বিয়ে নিয়ে চিন্তিত কিন্তু তিনি কীভাবে? প্রাক্তন বিশ্ব সুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন আজও এগিয়ে রাখেন বন্ধুত্বকে।

বহুবার তাঁকে ঘিরে নানাম সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। তাঁর জীবনে প্রেম এসেছে একাধিকবার।

দত্তক সন্তানের মা হয়েছেন, তিনি এখন সিঙ্গেল প্যারেন্ট। বিয়ে নিয়ে কী বলছেন তিনি?

অভিনয় জীবনে উত্থান-পতন এসেছে। কেরিয়ারে সাফল্যের মুখ দেখেছেন, আবার ভুল ছবি বেছে ব্যাকফুটে চলে গিয়েছেন।

সুস্মিতা নিজের জীবনকে খোলা খাতার মতোই রেখেছেন। বিয়ে করেননি, বিয়ের প্রতি আস্থা থাকলেও, তিনি বন্ধুত্বে বেশি বিশ্বাসী।

সুস্মিতার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে আরিয়া। সেই ওয়েব সিরিজ অর্থাৎ আরিয়ার অন্তিম পর্বের মুক্তি আসন্ন।

সিরিজের শেষ পর্বের প্রচারে এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান,তিনি জানেন তাঁর বিয়ে নিয়ে গোটা বিশ্ব চিন্তিত। কিন্তু তাঁর তাতে কিছু আসে যায় না।

বিয়ে নামের প্রতিষ্ঠানের প্রতি তাঁর ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে। এমন অনেক দম্পতিতে তিনি চেনেন যাঁরা ভাল আছেন। কিন্তু তিনি সাহচর্য এবং বন্ধুত্বে অনেক বেশি বিশ্বাস করেন। বিয়ে করলেও সেখানে শ্রদ্ধা, বন্ধুত্ব, সাহচর্য থাকতেই হবে। স্বাধীনতা খুব জরুরি। স্বাধীনতার জন্য তিনি সব কিছু করতে পারেন।

এক সময় মডেল রোহমান শালের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সুস্মিতা। মাঝে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ললিত মোদীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। ইদানীং আবার রোহমানের সঙ্গে তাঁর বন্ধুত্ব তৈরি হয়েছে বলে জল্পনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#marriage, #Bollywood, #Sushmita Sen, #Actress

আরো দেখুন