উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

Saraswati Puja 2024: ৫১ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে চমক, কোথায় জানেন?

February 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জলপাইগুড়ি শহর সংলগ্ন গোমস্তা পাড়ায় তৈরি হয়েছে বিশাল আকার সরস্বতী প্রতিমা। ৫১ ফুটের সরস্বতী প্রতিমাটির বিশেষত্ব হল, এটির চারটি হাত আছে। কলেজ পড়ুয়াদের সংগঠন স্টুডেন্ট অব জলপাইগুড়ির তরফে বালা হয়েছে, ‘আমরা পড়ুয়ারা একটু ভিন্ন আদলে পুজোর আয়োজন করতে চেয়েছিলাম। সেখান থেকেই বিশালাকার সরস্বতী প্রতিমার ভাবনা আমাদের। তৈরির শুরুর থেকেই মানুষ জনের উৎসাহ আমাদের প্রতিমাকে ঘিরে।’

আমেরিকায় ১৬ ফুটের স্থায়ী সরস্বতীর মূর্তি রয়েছে। তারই আদলে জলপাইগুড়িতে এমন মূর্তি তৈরি করে সরস্বতী পুজো করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#saraswati pujo, #51 foot saraswati murti, #saraswati pujo2024, #saraswati puja, #jalpaiguri

আরো দেখুন