দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

হুগলিতে ৫ টি সমীক্ষক এজেন্সি নামিয়েছে BJP? শোরগোল গেরুয়া শিবিরে

February 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গের গেরুয়া শিবিরকে বাংলা থেকে লোকসভায় ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। কিন্তু লক্ষ্য পূরণ যে অসম্ভব তা মানছেন খোদ বিজেপির নেতারা। শোনা যাচ্ছে, মুম্বইয়ের সমীক্ষক সংস্থা জার্ভিস রিপোর্ট দিয়েছে বাংলায় বিজেপির অবস্থা ভাল হয়। ইতিমধ্যেই হুগলির তিনটি লোকসভা আসনে পদ্ম ফোটাতে পাঁচটি সমীক্ষক এজেন্সিকে মাঠে নামিয়েছে বিজেপি। যা নিয়ে খোদ জেলায় বিজেপির অন্দরেই শোরগোল পড়ে গিয়েছে। প্রার্থী বাছাই, নির্বাচন পরিচালনা বা ‌‌ইস্যু বেছে রণকৌশল নির্ধারণ, সবটাই নিখুঁতভাবে করতে চাইছে বিজেপি নেতৃত্ব। কিন্তু এত সমীক্ষক সংস্থা মাঠে নামায় দলের সাংগঠনিক দৈন্যদশা প্রকাশ্যে এসে পড়ছে। দলের অন্দরেও জমছে ক্ষোভ।

হুগলির গেরুয়া নেতারা বলছেন, দুর্গাপুজোর পর জেলায় সমীক্ষক দল এসেছিল। জানুয়ারির শেষে তারা বুঝতে পারছেন, একাধিক সমীক্ষক দল ঘুরছে জেলায়। তারা তথ্য সংগ্রহ করছে। খবর পাওয়া গিয়েছে, ডিসেম্বর-জানুয়ারি মিলিয়ে পাঁচটি সমীক্ষক দল ঘুরে গিয়েছে হুগলিতে। দলের অন্দরে অনেকেই এত সমীক্ষার বাহুল্যতা নিয়ে সওয়াল করছেন।

একুশে হুগলি জেলায় বিজেপির শোচনীয় পরাজয় ঘটেছে। গত বিধানসভা ভোটে হুগলির সাংসদ তথা অন্যতম মুখ লকেট চট্টোপাধ্যায় জিততে পারেননি। রয়েছে গোষ্ঠী কোন্দল। ফলে স্থানীয় নেতৃত্বের বদলে সমীক্ষক সংস্থাতেই আস্থা রাখছে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Locket Chatterjee, #hooghly, #Loksabha Election 2024

আরো দেখুন