বিবিধ বিভাগে ফিরে যান

পঞ্চানন বর্মা

February 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজবংশী সমাজের প্রাণপুরুষ ঠাকুর পঞ্চানন বর্মা। আদপে তিনি ছিলেন সমাজ সংস্কারক। নারী শিক্ষার জন্য আজীবন কাজ করে গিয়েছেন তিনি। কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার খলিসামারী গ্রামে ১৮৬৫ সালে আজকের দিনে তাঁর জন্ম হয়েছিল। পঞ্চানন বর্মা কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক, কলকাতার সংস্কৃত কলেজ থেকে সংস্কৃতে স্নাতকোওর এবং ১৮৯৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএল ডিগ্রি লাভ করেন।

তাঁকে রাজবংশী জাতির জনক হিসেবে অভিহিত করা হয়। ১৯২০, ১৯২৩ ও ১৯২৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে বঙ্গীয় প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন তিনি। রাজবংশী সম্প্রদায়ের উন্নতিকল্পে তিনি সারা জীবন কাজ করে গিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#birth anniversary, #Panchanan Barma, #Rajbanshi, #Rajbanshi leader

আরো দেখুন