Digha Tour: বেশি রাত পর্যন্ত দিঘায় আর ঘোরাঘুরি করতে পারবেন না পর্যটকরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দু:সংবাদ দিঘার পর্যটকদের জন্য! বেশি রাত পর্যন্ত আর দিঘায় ঘুরে বেড়ানো যাবে না। দিঘার সমুদ্র পাড়ে গভীর রাত পর্যন্ত বসতে পারবেন না পর্যটকেরা। প্রশাসনের তরফে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। এই মর্মে শুরু হয়েছে মাইকিং।
দিঘা পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্যবসায়ীদের রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দোকানপাট বন্ধ করে দিতে হবে। গভীর রাত পর্যন্ত ঘোরাফেরা করা যাবে না সমুদ্র সৈকতে। বসাও যাবে না।
পুলিশের তরফে দিঘার পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে জানানো হয়,কেউ যেন রাতের বেলা ঘোরাফরা না করে। পর্যটকদেরও রাত্রিবেলা হোটেল থেকে বেরোতে বারণ করা হয়েছে। বলা হয়েছে, তারা যেন হোটেলেই থাকেন। এই নিয়ম না মানলে কড়া শাস্তি হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
সম্প্রতি দিঘায় এক পর্যটককে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় গ্রেপ্তারও হয় অভিযুক্তরা। তবে দিঘার মতো জনবহুল সৈকত শহরে এহেন ঘটনা ঘটায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পুলিশকে। দিঘায় নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই কড়া পদক্ষেপ করল দিঘা পুলিশ।