কলকাতা বিভাগে ফিরে যান

IND vs ENG, 3rd Test Day 1: রোহিত-জাদেজার সেঞ্চুরি, ইংল্যান্ডের বিপক্ষে ভারতের স্কোর ৩২১/৫ 

February 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘরের মাঠে জোড়া সেঞ্চুরি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার। আজ গুজরাটের রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ক্রিকেট টেস্ট ম্যাচের প্রথম দিনে ভারতের স্কোর ৩২১/৫। এর আগেও এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে শতরান করেছিলেন জাডেজা। বিপদে পড়া টিম ইন্ডিয়াকে আজ আরও একবার বাঁচালেন তিনি।  

 দিনের শেষে ৬২ রানে সরফরাজ খান আউট না হলে হয়তো ভারত আরও শক্তিশালী অবস্থানে থাকত।  তবে স্বস্তির খবর যে, রোহিতকে ১৩১ রানে হারালেও ১১০ রানে অপরাজিত রয়েছেন জাদেজা। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক  ৩ উইকেট পেয়েছেন মার্ক উড। 

TwitterFacebookWhatsAppEmailShare

#IND vs ENG, #Test, #Rohit Sharma, #Ravindra Jadeja

আরো দেখুন