খেলা বিভাগে ফিরে যান

Buzzball! ডাকেটের সেঞ্চুরি, দ্বিতীয় দিন শেষে ২৩৮ রানে পিছিয়ে ইংল্যান্ড

February 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাজবলে ভরসা রাখছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে দুই উইকেট খুইয়ে ২০৭ রান তুলেছে ইংল্যান্ড, প্রথম ইনিংসে ২৩৮ রানে পিছিয়ে তারা। ক্রিজে আছেন বেন ডাকেট। তিনি ১৩৩ রানে অপরাজিত। তাঁর সঙ্গে বাইশ গজে রয়েছে জো রুটি। একটি করে উইকেট পেয়েছেন অশ্বিন এবং মহম্মদ সিরাজ।

দ্বিতীয় দিনের গোড়ায় ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান রবিচন্দ্রন অশ্বিন এবং ধ্রুব জুরেল। তাঁদের ব্যাটে ভর করেই ৪৪৫ রান তোলে ভারত। দ্বিতীয় দিনের শুরুতেই কুলদীপ যাদবের উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন। রবীন্দ্র জাডেজা ১১২ রান করে আউট হয়ে যান। অভিষেক ম্যাচেই জাত চেনালেন জুরেল, এ দিন ব্যাট হাতে সাবলীল দেখাচ্ছিল তাঁকে। রেহান আহমেদের বলে আউট হন তিনি। ১০৪ বলে ৪৬ রান করেন জুরেল। অশ্বিন ৮৯ বলে ৩৭ রান করেন। যশপ্রীত বুমরা ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৬ রান যোগ করেন। ৪৪৫ রানে থামে ভারতের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করে নামে ইংল্যান্ড, ১৫ রানে ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান অশ্বিন। ৫০০তম শিকার করে মাইলফলক গড়েন অশ্বিন। পোপ আউট হন ৩৯ রানে। ১১৮ বলে ১৩৩ রান করে অপরাজিত রয়েছেন বেন ডাকেট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #Test Cricket, #IND vs ENG, #Duckett, #England

আরো দেখুন