Bidhannagar Mela: মিশর, বাংলাদেশ, তুরস্ক-সহ ন’টি দেশ অংশগ্রহণ করছে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিধাননগর মেলা। প্রতিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার আগেই সল্টলেক সেন্ট্রালপার্ক তথা বইমেলা প্রাঙ্গণে এই মেলা উৎসব হয়ে থাকে। কিন্তু, এবার বইমেলার আগে মেলা করা যায়নি। সেই সময় স্থগিত রাখা হলেও বইমেলার পর এই মেলা হবে বলে ঘোষণা করেছিল পুরসভা।
এবছর মেলায় প্যাভিলিয়ন-সহ মোট ৬৩১টি স্টল থাকবে। সেই সঙ্গে মিশর, বাংলাদেশ, তুরস্ক, ঘানা, আফগানিস্তান, তিউনিশিয়া, থাইল্যান্ড-সহ ন’টি দেশ আসছে এই মেলায়। থাকবে সেসব দেশের নানা ধরনের সামগ্রীর স্টলও। মেলা প্রাঙ্গণে প্লাস্টিক ও থার্মোকল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদি কেউ বিক্রি বা ব্যবহার করেন, তাহলে জরিমানা আদায় করার পাশাপাশি স্টলটিও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা কর্তৃপক্ষ।
২০ ফেব্রুয়ারি উদ্বোধন করব। মেলা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। বিদেশের স্টল যেমন আর্কষণীয়, তেমনই এবার বাংলার স্টলে তাঁতশিল্পীরা বুনন যন্ত্র নিয়ে আসবেন। কীভাবে তাঁরা শাড়ি তৈরি করেন, তা দেখা যাবে। মেলায় ধূমপান যেমন সম্পূর্ণ নিষিদ্ধ, তেমনই প্লাস্টিক এবং থার্মোকল মেলায় নিষিদ্ধ করা হয়েছে।