ত্রুটিপূর্ণ গণতন্ত্রের তকমা ভারতকে! কী বলছে লন্ডনের ‘ইকনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট’?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী আমলে দেশের গণতন্ত্র বিপন্ন, এমনই অভিযোগ করেন বিরোধীরা। এবার লন্ডনের ‘ইকনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট’ ভারতের গণতন্ত্রকে ত্রুটিপূর্ণ তকমা দিল।
সম্প্রতি লন্ডনের ‘ইকনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট’ পৃথিবীর নানান দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে একটি সমীক্ষা করে। সমীক্ষায় দেখা গিয়েছে, গোটা বিশ্বেই গণতন্ত্রের সূচকের অবনতি হচ্ছে। গণতন্ত্র সূচকের গড়ে পতন ঘটেছে বিগত এক বছরে। ২০২২ সালে গড় ছিল ৫.২৯, ২০২৩-এ তা কমে ৫.২৩-এ নেমে এসেছে।
সমীক্ষায় বিভিন্ন দেশকে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র শাসন ব্যবস্থা, স্বৈরাচারী শাসন ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন তকমা দেওয়া হয়েছে। ভারতকে ত্রুটিপূর্ণ গণতন্ত্রের তকমা দেওয়া হয়েছে। ভারতের প্রাপ্ত নম্বর ৭.১৮, তালিকায় স্থান ৪১। তালিকার শীর্ষে নরওয়ে, দু’নম্বরে নিউজিল্যান্ড।
প্রতিবেশী দেশের মধ্যে পাকিস্তান স্বৈরাচারী শাসন ব্যবস্থা তকমা পেয়েছে। স্বৈরাচারী চিনের শাসনব্যবস্থার আরও অবনতি হয়েছে। বাংলাদেশের গনতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সমীক্ষায়।