মহানগরের রাস্তায় ফিরছে দোতলা বাস? কী ইঙ্গিত পরিবহণমন্ত্রীর কথায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার নস্টালজিয়া বলা যেতে পারে দোতলা বাস। কালের নিয়মে তা এখন লুপ্ত। এবার সেই দোতলা বাসকেই ফেরাচ্ছে রাজ্য? সদ্যই বিধানসভায় দুটি বিল পাশ হয়েছে। তাতে বাণিজ্যিক গাড়িগুলিকে বিপুল কর ছাড় দেওয়া হয়েছে। গাড়ির রোড ট্যাক্স সংক্রান্ত দুটি সংশোধনী বিল বিধানসভায় পেশ করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী। বিল দুটি পাশ হয়। তারপরই অধ্যক্ষ পরিবহণ মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, এক সময় কলকাতায় দোতলা বাস চলত। পরিবহণমন্ত্রীর কাছে তিনি অনুরোধ করেন, ফের যদি কলকাতার রাস্তায় দোতলা বাস ফিরিয়ে আনা যায়। কলকাতার রাস্তায় দোতলা বাস চালানোর পরিকল্পনা করলে ভাল হয়। অধ্যক্ষের কথা শুনে পরিবহণমন্ত্রী পরে জানান, রাজ্য অবশ্যই চেষ্টা করবে, কয়েকটি বাস নামানোর। ফাইল তৈরি করা হবে।
এতদিন তিন চাকার যাত্রীবাহী যান অর্থাৎ অটো, টোটো, ই-রিকশা এমনকী ট্র্যাক্টর, কৃষিজ ট্রেলার, নির্মাণ কাজে সহায়ক গাড়ি রেজিস্ট্রেশনের সময় তিন মাস অন্তর কর প্রদানের সুযোগ ছিল। এবার সংশোধনীতে তিন চাকার গাড়ি কেনার সময় ন্যূনতম এক বছরের রোড ট্যাক্স বাধ্যতামূলক হতে চলেছে। পাশাপাশি বানিজ্যিক গাড়ি ও প্রাইভেট গাড়ির ক্ষেত্রে কর প্রদানে ছাড় পাওয়া যাবে।
জানা যাচ্ছে, বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এক সঙ্গে ১০ বছরের কর জমা দিলে মিলবে ৪০ শতাংশ ছাড় মিলবে। একবারে ৫ বছরের কর দিলে ৩০ শতাংশ এবং ৩ বছরের কর দিলে ১৫ শতাংশ ছাড় মিলবে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে যদি পনেরো বছরের কর একসঙ্গে দেওয়া হয়, সেক্ষেত্রে গাড়ির মালিকরা আকর্ষণীয় ছাড় পাবেন বলেও জানা যাচ্ছে।