উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বসন্ত জাগ্রত দ্বারে, কিন্তু দেদার পিকনিকে জমজমাট বাগডোগরা

February 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফাল্গুন এসে গিয়েছে, কিন্তু বসন্তেও বাগডোগরার পিকনিক স্পটগুলি জমজমাট। টিপুখোলা ইকো ট্যুরিজম স্পট ও ট্রি ল্যান্ড, এমএম তরাইয়ের মতো জায়গাগুলো ভিড়ে জমজমাট ছিল রবিবার সকাল থেকেই। শিলিগুড়ি, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর থেকেও বাগডোগরার বনাঞ্চলে পিকনিকে যাচ্ছেন মানুষজন। তিনদিকে পাহাড়, মধ্যিখানে বয়ে চলা বালাসনের পাড়ে চলছে পিকনিক। শনিবারের বৃষ্টিতে শীতের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে, তাতেই পিকনিকে মজেছেন আমজনতা।

পিকনিক স্পট হিসেবে বাগডোগরা বনাঞ্চল খুবই জনপ্রিয়। ডিসেম্বর থেকে এখানে পিকনিকের মরশুম আরম্ভ হয়। জানুয়ারি পর্যন্ত তা চলবে। শীতের দাপট অব্যাহত থাকায়, পিকনিকের জন্য নতুন করে সুযোগ করে দিয়েছে অনেককে। ভরা শীতে যাঁরা কোনও না কোনও কাজের চাপে পিকনিকে আসতে পারেননি, তাঁরা এ সময় পিকনিক করে নিচ্ছেন।

পিকনিক স্পট কমিটিও এ ঘটনায় খুশি। ফেব্রুয়ারির মাঝামাঝি এই ভিড়ে তাঁদের ব্যবসা বাড়ছে। জানা যাচ্ছে, পিকনিক করতে আসা মানুষজন সব রকম পরিষেবা পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tipukhola tourism spot, #tarai, #North Bengal, #Bagdogra, #picnic spots, #.bagdogra picnic spot

আরো দেখুন