প্রযুক্তি বিভাগে ফিরে যান

ডিপি বদলালেই ফাঁদ, AI আড়ালে প্রতারণা চক্র?

February 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক ক্লিকেই ভোলবদল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ছবি হয়ে উঠবে সুদর্শন। বিদেশিদের মতো চুল, ত্বক; সবই মিলবে এক ক্লিকে। ওই ছবিই সরাসরি আপলোড হবে ফেসবুকের ডিসপ্লে পিকচারে। এতে লাইকও বাড়ছে।

সাইবার প্রতারকরা স্কুলছাত্রীদের মুখ ক্লোন করতে ফেসবুকে লিঙ্ক ছড়াচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করতে আকৃষ্ট হচ্ছেন ব্যবহারকারীরা। ক্লিক করলেই কেল্লা ফতে প্রতারকদের। ফোনের যাবতীয় নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের হাতে।

কলকাতা পুলিশ জানাচ্ছে, ফেসবুকের ভুয়ো লিঙ্ক থেকে ফোন হ্যাক হওয়ার ঘটনা ক্রমে বাড়ছে। স্কুলছাত্রীরাই সবচেয়ে বেশি প্রতারণার শিকার হচ্ছে। সাইবার পুলিশের পরিসংখ্যান বলছে, ১০টি অভিযোগের মধ্যে কমবেশি সাতটিই স্কুলছাত্রীদের সঙ্গে ঘটছে। সম্প্রতি সাইবার বিভাগের পদস্থ কর্তারা লালবাজারে বৈঠক করেন। শহরের সবকটি স্কুলে সাইবার সচেতনতা প্রচারের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই তা শুরু হয়েছে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহে খাস কলকাতার স্কুলগুলিতে সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতা প্রচারের কাজ শুরু হয়েছে। করোনা পর্ব থেকে পড়ুয়ারা পড়াশোনার জন্য অনেকটাই ফোন নির্ভর হয়ে পড়েছে। মোবাইলের ব্যবহার বাড়ছে। সে’কথা মাথায় রেখেই স্কুল পর্যায়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#hackers, #AI, #Facebook scam, #Cyber Fraud

আরো দেখুন