ত্বক ও চুলের যত্নে অ্যাসিড? বাড়বে জেল্লা!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ত্বক ও চুলের যত্নে অ্যাসিড ব্যবহার করতে পারেন, আহা! ঘাবড়াবেন না। অ্যাসিড মানেই রাসায়নিক নয়। কথা হচ্ছে, খাবারে উপস্থিত জৈব অ্যাসিড নিয়ে। শরীরে সারাদিন নানা রাসায়নিক বিক্রিয়া হয়, ত্বক যার ছাপ পড়ে। খাবারে থাকা বিভিন্ন অ্যাসিড সে’সবের ছাপ ত্বকে পড়তে দেয় না। রূপচর্চার জন্য অ্যাসিড ব্যবহারের পথে হাঁটতেই পারেন।
হায়ালুরনিক ব্যবহার: এটি ময়েশ্চারাইজারের কাজ করে, ত্বককে আদ্র রাখে। বেরি, কমলালেবু, আমন্ড, মিষ্টি আলুর মধ্যে এই অ্যাসিড থাকে। এগুলো মিশিয়ে ত্বকে লাগাতে পারেন।
নিয়াসিনামাইড অ্যাসিড: এতে ভিটামিন বি-থ্রি থাকে। ত্বকের দাগ দূর করতে কাজ দেয়। প্রাকৃতিকভাবে বেশি তেল নিঃসরণের জেরে ত্বকের রোমকূপের মুখ বন্ধ হয়ে গেলে, সেগুলো খুলতে সাহায্য করে নিয়াসিনামাইড অ্যাসিড। ব্রণ, অ্যাকনের মতো সমস্যা থেকে রেহাই মেলে। আখের রসে নিয়াসিনামাইড অ্যাসিড থাকে।
ল্যাকটিক অ্যাসিড: ত্বকের দাগছোপ দূর করতে পারদর্শী ল্যাকটিক অ্যাসিড। ত্বক রোদে পুড়ে কালো হয়ে গিয়েছে, ট্যান পড়েছে; ল্যাকটিক অ্যাসিড ট্যান দূর করতে পারে। ত্বকের মৃত কোষকে নির্মূল করতে সাহায্য করে।
গ্লাইকোলিক অ্যাসিড: ত্বকের বলিরেখা, মেচেতা দূর করে। আনারস, আঙুরে প্রচুর গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে।