নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার জেলায় জেলায় আধার বাতিলের ঘটনা সামনে আসছে। তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা। আপনার কার্ডে সমস্যা হয়নি তো? আধার কার্ড সংক্রান্ত কোনও সমস্যা হলে কী করবেন?
টোল-ফ্রি নম্বর 1947-এ ডায়াল করেও সরাসরি UIDAI-এর কাছে অভিযোগ জানাতে পারেন।
বাংলার মুখ্যমন্ত্রী জানান, আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার। সোমবার বিশেষ পোর্টাল চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আধার (Aadhaar Card) বাতিল হলে রাজ্যের পোর্টালে জানাতে পারেন। আলাদা কার্ড দেবে রাজ্য। তাতে সব সুযোগ সুবিধা মিলবে। ‘আধার গ্রিভ্যান্সেস পোর্টাল’ নামের পোর্টালটি, আজ অর্থাৎ মঙ্গলবার থেকে চালু হচ্ছে বলে জানা গিয়েছে।