ইন্ডিয়া জোটে কমল ফুটবে? BJP বিরোধী শিবিরে দক্ষিণী সুপারস্টারের দল?
February 20, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুয়ারে লোকসভা ভোটে। রাজনৈতিক শিবিরগুলোতে তুঙ্গে প্রস্তুতি। শোনা যাচ্ছে, ‘ইন্ডিয়া’ জোটে সামিল হতে চলেছে কমল হাসানের (Kamal Haasan) দল এমএনএম (MNM)। সম্প্রতি নির্বাচন কমিশন দক্ষিণের এই কিংবদন্তি অভিনেতার দলকে নির্বাচনী প্রতীক দিয়েছে। জানা যাচ্ছে, লোকসভা ভোটে লড়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছে দক্ষিণী সুপারস্টার। ডিএমকে-কংগ্রেস জোটে কমল হাসানের যোগদান নিয়ে ক’দিন ধরে জল্পনা চলছে।
আসন্ন লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে ডিএমকের নেতৃত্বে লড়তে পারে মক্কাল নিধি মাইয়ম। সে’রাজ্যের বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। তার পরই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে পারেন এমএনএম প্রেসিডেন্ট। খবর মিলছে, কোয়েম্বাটুর বা চেন্নাই (Chennai) আসন থেকে ভোটে দাঁড়াতে পারেন কমল হাসান।