খেলা বিভাগে ফিরে যান

ফের বাবা হলেন বিরাট, ভামিকার ভাইয়ের কী নাম রাখলেন বিরুষ্কা?

February 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা। ক’দিন ধরেই জল্পনা চলছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট। মনে করা হচ্ছিল, স্ত্রীয়ের পাশে থাকার জন্যই ছুটি নিয়েছিলেন তিনি। জল্পনা আরও উস্কে দেন বিরাটের প্রাক্তন সতীর্থ এবি ডি ভিলিয়ার্স। আজ সমাজ মাধ্যমে পুত্র সন্তান জন্মের খবর প্রকাশ্যে আনেন বিরাট। প্রসঙ্গত, ভামিকার জন্মের সময়ও ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট।

১৫ ফেব্রুয়ারি জন্ম হয়েছে বিরুষ্কার দ্বিতীয় সন্তানের। শোনা যাচ্ছে, বিরাট এবং তাঁর স্ত্রী বিদেশে রয়েছেন। সেখানেই তাঁদের সন্তানের জন্ম হয়েছে। তারকা দম্পতি ছেলের নাম রেখেছেন অকায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#anushka sharma, #Virat Kohli, #Vamika, #Akoy

আরো দেখুন