কলকাতা বিভাগে ফিরে যান

অ্যাকাদেমির মুক্তমঞ্চে জমজমাট অমর ২১শে স্মরণ

February 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলা বর্ণমালা লেখা সাদা শাড়ি পরে রাস্তার উপর বসে ‘অমর একুশে’ লিখছেন এক মহিলা। সেটা দেখতে সকলে ভিড় জমাচ্ছেন অ্যাকাদেমিতে। ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে এই ভাষা দিবসের অনুষ্ঠান ২৬ তম বর্ষে পদার্পন করেছে।

বাংলাদেশের ঢাকার মতো শহিদ বেদী তৈরি হয়েছে অ্যাকাদেমির মুক্তমঞ্চে। সারারাত ধরে চলেছে মাতৃভাষা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান
। শিশু, প্রবীণ, তরুণ তরুণী সকলে একত্রিত হয়ে গান পরিবেশন করেছেন, অংশগ্রহণ করেছেন শোভাযাত্রায় ও মশাল মিছিলে।

এক যুবক সাদা রং এনে রাস্তায় লিখলেন, ‘মাতৃভাষা মাতৃদুগ্ধ’। সারারাত গান -বাজনা, আবৃত্তি ও পথনাটিকায় বাঙালি উদযাপন করল মাতৃভাষা। বইয়ের স্টলেও ভিড় জমছিল। এই অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। মেনুতে ছিল – ভাত, ডাল, আলুভাজা, আলুপোস্ত আর মাছের কালিয়া।

মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় নামের এক বৃদ্ধ বললেন, ‘একবার ২১ ফেব্রুয়ারিতে ঢাকায় থাকার সৌভাগ্য হয়েছিল। সেখানে এমন আলপনা আঁকা দেখেছিলাম। চমত্কার লাগছে দেখে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#amar ekushe, #21st February, #bhasa dibas, #21 february

আরো দেখুন