Farmers’ protest: পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে মৃত্যু ‘অন্নদাতা’র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আন্দোলনরত কৃষকদের ‘দিল্লি চলো’ (Delhi Chalo) অভিযানে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সরকারের সঙ্গে চতুর্থ দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর পাঞ্জাব–হরিয়ানার শম্ভু সীমান্তে (Punjab-Haryana’s Shambhu border) জড়ো হওয়া কৃষকেরা আজ বুধবার সকাল থেকে নতুন উদ্যমে যাত্রা শুরু করেন। গন্তব্য ২০০ কিলোমিটার দূরে রাজধানী দিল্লি।
পাঞ্জাব-হরিয়ানার খানাউরি সীমান্তে ২৪ বছর বয়সী ওই কৃষক পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাত পান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
অন্য দিকে, হরিয়ানা পুলিশের দাবি, শম্ভু সীমানায় বুধবার কোনও কৃষকের মৃত্যু হয়নি। বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ হরিয়ানা পুলিশ (Haryana Police) এক্স হ্যান্ডলে পোস্ট করেছে, ‘‘এটি নিছকই একটি গুজব। দাতা সিং-খানোরি সীমানায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে দু’জন পুলিশকর্মী এবং একজন বিক্ষোভকারী আহত হয়েছেন। তাঁরা সকলেই চিকিৎসাধীন।’’
যদিও হাসপাতাল সূত্রে খবর, পুলিশ সেই টুইট করার পর মৃত্যু হয়েছে ওই যুবা কৃষকের। কৃষক মৃত্যুর (farmer killed) খবর ছড়িয়ে পড়তে শম্ভু সীমানায় আন্দোলনের তেজ আরও বাড়িয়েছেন বিক্ষোভকারী কৃষকেরা।
গত ১৩ ফেব্রুয়ারি কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান শুরু হয়। কৃষক নেতাদের দাবি, সেই অভিযানে এটিই প্রথম মৃ্ত্যু। কৃষকনেতা বলদেব সিংহ সিরসা জানিয়েছেন, মৃত যুবকের নাম শুভকরণ সিংহ।