দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভা ভোট: সোনিয়া, নাড্ডা-সহ ৪১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

February 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যসভার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। ওই দিন একচল্লিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। যার মধ্যে রয়েছেন বিজেপির ২০ জন, কংগ্রেসের ৬ জন। জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধী, জে পি নাড্ডা, অশ্বিনী বৈষ্ণব প্রমুখ।

কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi), প্রথমবার রাজ্যসভার প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন। রাজস্থান থেকে জয়ী হন তিনি। রাজস্থান থেকে বিজেপির চুন্নিলাল গারাসিয়া এবং মদন রাঠোর রাজ্যসভায় জয়ী হয়েছেন। গুজরাত থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত (Rajya Sabha Elections 2024) হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। রাজ্যসভায় গুজরাতের চারটি আসন থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। তাঁরা হলেন, গোবিন্দভাই ঢোলাকিয়া, মায়াঙ্ক নায়েক এবং যশবন্ত সিনহা পারমার। ওড়িশা থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিজেডির শুভাশিস খুন্তিয়া এবং দেবাশিস সামন্ত্রে ওড়িশা থেকে রাজ্যসভায় যাচ্ছেন। বিজেডির সমর্থনে এই নিয়ে টানা দু’বার ওড়িশা থেকে রাজ্যসভার সদস্য হলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মহারাষ্ট্র থেকে নির্বাচিত হয়েছেন অশোক চ্যবন-সহ ছয় জন। কংগ্রেসের একজন জয়ী হয়েছেন। কংগ্রেস (Congress) ছেড়ে এসে এনসিপির টিকিটে জয়ী হয়েছেন মিলিন্দ দেওরা। বিনা লড়াইয়ে বিহার থেকে ছ’জন জিতেছেন। বাংলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে রাজ্যসভায় গেলেন পাঁচ প্রার্থী। উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং হিমাচলের ১৫ টি রাজ্যসভার আসনে ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #Rajya Sabha Candidates, #Rajya Sabha Elections 2024

আরো দেখুন