বিনোদন বিভাগে ফিরে যান

OTT-তে সঞ্জয়লীলা বনশালীর Debue, প্রকাশ্যে ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-র FirstLook

February 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার ওটিটির দুনিয়ায় পথ চলা শুরু করতে চলেছেন সঞ্জয়লীলা বনশালী। তাঁর ছবি মানেই লার্জার দ্যান লাইফ কাহিনি। ‘দেবদাস’, ‘পদ্মাবত’, ‘বাজিরাও মস্তানি’, ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি’র পর এবার সঞ্জয়লীলা বনশালী বানাচ্ছেন ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এটিই পরিচালকের প্রথম ওয়েব সিরিজ।

বৃহস্পতিবার প্রকাশ্যে এল সিরিজের প্রথম ঝলক। মুক্তি পেয়েছে চরিত্রদের ফার্স্ট লুক। দর্শকেরাও চমকের অপেক্ষায়। ইতিমধ্যেই বাড়ছে প্রত্যাশা। প্রথম লুকে সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা-সহ অন্যান্যরা তাক লাগিয়েছেন। ১৯৪০ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সিরিজটি তৈরি হয়েছে। প্রেম-বিচ্ছেদ-সম্পর্ক-প্রতারণা, পাশাপাশি অন্ধকার জগৎ ও স্বাধীনতা সংগ্রাম সবই উঠে এসেছে গল্পে। এ’সবের মিশেলেই ‘হীরামান্ডি’র গল্প পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক। প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই শুরু হল অপেক্ষা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Heeramandi: The Diamond Bazaar, #Sanjay Leela Bhansali, #OTT

আরো দেখুন