দেশ বিভাগে ফিরে যান

Twitter (X) Censorship Farmers Protest: সোশ্যাল মিডিয়ায় বিরুদ্ধ মতকে ‘সেন্সার’ করতে চাইছে মোদী সরকার?

February 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার কি সোশ্যাল মিডিয়াতেও সরকার ও বিজেপির বিরুদ্ধে মতামত ‘সেন্সার’ করতে চাইছে কেন্দ্র? এলন মাস্কের ‘এক্স’ মাইক্রো ব্লগিং সাইটের দাবি ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে। সংস্থা জানিয়েছে, বেশ কিছু অ্যাকাউন্ট ও পোস্ট মুছতে ‘নির্দেশ’ দিয়েছে বিজেপি সরকার। বাক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রের এই নির্দেশে তাদের সায় নেই। তবে ইচ্ছে না থাকলেও সরকারি ‘অর্ডার’ পালনের প্রতিশ্রুতি দিয়েছে এক্স।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে চলমান কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ১৭৭টি অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

তবে ‘এক্স’ মাইক্রো ব্লগিং সাইটের তরফে বলা হচ্ছে, ভারত সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে এবং স্বচ্ছতা বাড়ানোর জন্য কেন্দ্রের নির্দেশিকাটি প্রকাশ্যে আনার আহ্বান জানিয়েছে। কিন্তু, আইনি কারণে সেই পদক্ষেপ থেকে বিরত থাকছে এক্স। যদিও এই দাবির প্রেক্ষিতে মোদী সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#twitter, #farmers, #Farmers Protest, #censor, #modi govt, #censorship, #X

আরো দেখুন