P.C. Sorcar-এর জন্মদিবসে জাদু সংক্রান্ত ‘হল অব ফেম’-এর উদ্বোধন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৩ ফেব্রুয়ারি ছিল জাদুসম্রাট প্রতুলচন্দ্র সরকারের (Protul Chandra Sorcar) জন্মদিন। এ’বছর পালিত হল তাঁর ১১১তম জন্মদিবস। তাঁর পুত্র তথা বিখ্যাত জাদুকর প্রদীপচন্দ্র সরকার (Pradip Chandra sorcar) বারুইপুরের খাসমল্লিকে ইন্দ্রলোক বাসভবনে লিচু গাছের তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে জাদুসম্রাটকে শ্রদ্ধা নিবেদন করেন।
বাবার স্মৃতিচারণা করতে গিয়ে তিনি তিনি দিকপাল ম্যাজিশিয়ানের জীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ছিলেন তাঁর স্ত্রী জয়শ্রী সরকার, কন্যা মানেকা ও মমতাজ সরকার। এই অনুষ্ঠানের পর জাদু সংক্রান্ত ‘হল অব ফেম’-এর (Hall Of Frame) উদ্বোধন হয়। সেখানে বিশ্ববিখ্যাত জাদুকরদের ছবি লাগানো হয়েছে। এই সংগ্রহশালায় পরবর্তকালে বহু ভারতীয় জাদুকরের ছবি রাখা হবে বলে জানিয়েছেন প্রদীপচন্দ্র সরকার।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাজস্থানের যোধপুরের মাদারি চারন জাদুকরের নানা ম্যাজিক। দর্শকাসনে বসে তা তারিয়ে তারিয়ে উপভোগ করেন সপরিবার পি সি সরকার।