Lok sabha election 2024: মার্চ পয়লায় বাংলায় কেন্দ্রীয় বাহিনী?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চূড়ান্ত পর্বে লোকসভা নির্বাচনের প্রস্তুতি, বেনজিরভাবে বাংলায় ভোট ঘোষণার আগেই আসছে আধা সামরিক বাহিনী। খবর মিলেছে, ১ মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭ মার্চ আরও ৫০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। সব মিলিয়ে লোকসভা ভোট ঘোষণার আগে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বঙ্গে। অনেকেই মনে করছেন দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী আসার ঘটনা নজিরবিহীন।
প্রথম দফায় রাজ্যে আসা ১০০ কোম্পানি বাহিনীর মধ্যে ২০ কোম্পানি সিআরপিএফ, ৫০ কোম্পানি বিএসএফ, ১০ কোম্পানি সিআইএসএফ, ১০ কোম্পানি এসএসবি, ১০ কোম্পানি আইটিবিপি থাকবে বলে জানা গিয়েছে। ৭ মার্চ রাজ্যে আসবে ৫০ কোম্পানি বাহিনী, তার মধ্যে ১০ কোম্পানি সিআরপিএফ, ৩০ কোম্পানি বিএসএফ, পাঁচ কোম্পানি এসএসবি ও পাঁচ কোম্পানি আরপিএফ থাকবে।
শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যগুলো পুলিশ আধিকারিকদের একই লোকসভা কেন্দ্রে পাঠাতে পারবে না। একাধিক লোকসভা আসনই দুই বা ততোধিক জেলার অংশ নিয়ে তৈরি হয়েছে। ফলে পুলিশ আধিকারিকদের অন্য জেলায় বদলি করা হলেও, অনেকে একই লোকসভায় রয়ে যাচ্ছেন। এখানেই কমিশনের আপত্তি। ৩ মার্চ লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে বাংলায়।