দেশ বিভাগে ফিরে যান

ইস্তাহার নিয়ে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার?

February 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বহুক্ষেত্রেই দেখা যায় ইস্তাহারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি কিন্তু কী আর করা! ভোট তো দেওয়া হয়েই গিয়েছে। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শনিবার চেন্নাইয়ের সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জানান, রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রতিশ্রুতি আদৌ পূরণ হতে পারে কিনা, ভোটারদের তা জানার অধিকার রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান, বিষয়টি বিচারাধীন।

মুখ্য নির্বাচন কমিশনার জানান, রাজনৈতিক দলগুলির যেমন ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়ার অধিকার রয়েছে। ঠিক তেমনই, প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হতে পারে, তা জানার অধিকারও রয়েছে ভোটারদের। রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করার জন্য নির্বাচন কমিশন একটি ‘প্রোফর্মা’ প্রস্তুত করেছে। তা আদালতে বিচারাধীন। টাকা, অন্যান্য জিনিসপত্র ইত্যাদির বিনিময়ে যাতে ভোট কেনা না হয়, তা নিয়ে ইডিকে সতর্ক থাকতে নিদান দিয়েছেন রাজীব কুমার। অনলাইন লেনদেন রুখতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়াকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #Election Commission of India, #Rajiv Kumar, #Election Manifesto, #Eci

আরো দেখুন