অশ্বিন-কুলদীপের ঘূর্ণির যাদু! সিরিজ জিততে রোহিতদের চাই ১৫২ রান
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধোনির শহরেই কি সিরিজের ফয়সালা হবে? রোহিতদের জয়ের জন্য দরকার আর ১৫২ রান। রাঁচীতে চলল ঘূর্ণির দাপট। সাহেবদের দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই দিলেন না দেশীয় স্পিনাররা। ১৯২ রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ৪০ রান তুলেছে ভারত। ক্রিজে রয়েছে যশস্বী ও রোহিত।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৫ রানে। ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ৪ উইকেট নিলেন কুলদীপ যাদব। আরেকটি উইকেন নেন রবীন্দ্র জাডেজা। তৃতীয় দিন শেষে টেস্ট জয়ের স্বপ্ন দেখছে ভারত।
ইংল্যান্ডের থেকে ৪৬ রান পিছিয়ে থেকে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩০৭ রানে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের খেলতেই পারলেন না ইংরেজ ব্যাটারেরা। পরপর দু’বলে বেন ডাকেট এবং অলি পোপকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। ওপেনার জ্যাক ক্রলির ৬০ রানের ইনিংস ছাড়া, কেউই বলার মতো রান পাননি। জো রুট ফেরেন ১১ রান, স্টোকস করেন ৪।