রাজ্য বিভাগে ফিরে যান

Weather Update: বসন্ত এলেও দাপট দেখাবে বৃষ্টি, ঊর্ধ্বমুখী পারদ

February 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গে্র বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহারে এই সম্ভাবনা বেশি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সন্ধে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। সেইসঙ্গে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #Rain, #Weather Update, #Weather

আরো দেখুন