খেলা বিভাগে ফিরে যান

ISL: চেন্নাইয়ের বিরুদ্ধে জ্বলে উঠল মশাল, নন্দকুমারের গোলে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

February 26, 2024 | < 1 min read

নন্দকুমারের গোলে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সোমবার ISL-এ সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও চেন্নাইয়িন এফসি। 

প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবে। কিন্তু শেষ পর্যন্ত ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ভুমিকায় দেখা যায় চেন্নাইয়িনদের। অন্যদিকে  ইস্টবেঙ্গলের কাছে প্রথম সুযোগ আসে ১২ মিনিটে। সেই সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফেলিসিয়ো। দ্বিতীয়ার্ধে কৌশলে বদল করেন কুয়াদ্রাত। ফেলিসিয়োকে তুলে নিয়ে নামান পিভি বিষ্ণুকে। পান্টিচকে আনেন রাকিপের জায়গায়। তবু একচেটিয়া দাপট বজায় থাকে চেন্নাইয়ের। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় লাল হলুদ শিবিরের হয়ে গোল করে নন্দকুমার। 

এই জয়ের ফলে আইএসএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকল তারা। বেঙ্গালুরুকে টপকে তিন পয়েন্ট পেয়ে তালিকায় আট নম্বরে উঠে এল  লাল-হলুদ বাহিনী।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal vs Chennaiyin FC, #EBFC Vs CFC, #ISL

আরো দেখুন