রাজ্য বিভাগে ফিরে যান

Weather Update: টানা দু’দিন বৃষ্টির পরেই তীব্র গরম, কবে শুরু?

February 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে আজ, ২৬ ফেব্রুয়ারি মেঘলা মূলত আকাশ থাকবে। ঘূর্ণাবর্তের কারণে বঙ্গের অন্তত ১৫টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কলকাতাসহ গোটা বাংলায় মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। তবে আপাতত বৃষ্টির জেরে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে সোমবার হালকা বৃষ্টি হবে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারেও। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার শুকনো আবহাওয়া ফিরবে।

হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। দার্জিলিঙের পার্বত্য এলাকায় বুধবার থেকে সামান্য বৃষ্টি হতে পারে। তবে উত্তরের আর কোথাও এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ২৭ ফেব্রুয়ারি আবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা।  এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rain, #Weather Update, #Rain Forecast, #West Bengal, #Kolkata

আরো দেখুন