রাজ্য বিভাগে ফিরে যান

রঘুনাথপুরে উদ্বোধন ইস্পাত শিল্পের, কর্মসংস্থান হবে ১০ হাজার মানুষের

February 27, 2024 | 1 min read

পুরুলিয়ায় ইস্পাত কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার ইস্পাত কারখানার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা পুরুলিয়ার ভোল পালটে দেবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। ২৪৮৩ একর জমির উপর গড়ে উঠবে ইন্ডাস্ট্রি হাব। মুখ্যমন্ত্রী যার নামকরণ করেছেন- ‘জঙ্গল সুন্দরী কর্ম নগরী’।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর-১ ব্লকের লছমনপুর এলাকায় ৬০০ একর জমিতে সর্বভারতীয় সুসংহত ইস্পাত কারখানাটি গড়ে উঠছে। আজ সেই কারখানার উদ্বোধন হবে। কারখানার জন্য ৪৫৯১ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০হাজার মানুষ কাজ পেতে চলেছেন। কারখানার জিএম বিপুল পানিগ্রাহী বলেন, রাজ্য সরকারের সহযোগিতায় এত কম সময়ের মধ্যে আমরা কারখানার কাজ করতে পেরেছি। কারখানা তৈরির জন্য এলাকার বাসিন্দারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আশা করছি, কিছুদিনের মধ্যেই কারখানায় প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে।

রঘুনাথপুরে শিল্পের কতটা সম্ভাবনা, তা প্রশাসনের একটি তথ্য থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে। প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, শুধু লছমনপুর এলাকায নয়, রঘুনাথপুর মহকুমা এলাকায় নামী একটি ইস্পাত প্রস্তুতকারক সংস্থা তিনটি কারখানা গড়ে তুলেছে। তিনটি কারখানায় উৎপাদনের কাজ শুরু হয়েছে। নিতুড়িয়ার মদনডি, সাঁতুড়ির পোড়াডিহা এবং পাড়ার রুকনিতে কারখানাগুলি রয়েছে। তিন ব্লকে মোট ৫১৩ একর জমিতে চলছে সুসংহত ইস্পাত কারখানা। তিনটি ইস্পাত কারখানার জন্য ৩২২০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে তিনটি কারখানার সম্প্রসারণ ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তারজন্য আরও ১০হাজর ৯৪০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৬৩০০ জন শ্রমিক কাজ করছেন। বিনিয়োগ বাড়লে আরও প্রায় সাত হাজার জনের কাজের সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Raghunathpur, #steel industry, #employment oppurtunities, #West Bengal

আরো দেখুন