পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

মানবাজারে শুরু হয়েছে মা জট্যাশিন্নীর পুজো

February 27, 2024 | < 1 min read

মানবাজারে মা জট্যাশিন্নীর পুজো

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৫০ বছরেরও বেশি সময় ধরে পুরুলিয়ার মানবাজারে (Manbazar) হচ্ছে মা জট্যাশিন্নীর পুজো। এই পুজো উপলক্ষে মানবাজার ২ ব্লকের আকরো গ্রামে দূরদুরান্ত থেকে ভক্তরা হাজিন হন।

এবছরও শুরু হয়েছে মা জট্যাশিন্নীর পুজো (Maa Jatyashinni Puja) অনুষ্ঠান। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে পুজো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সকালে সেখানকার মহিলাদের কলস যাত্রার মধ্য দিয়ে পুজো শুরু হয়, চলে পুজার্চনা। পুজো শেষে আগত ভক্তদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়।

মন্দিরে পুজো দিতে আসেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। এলাকার বিধায়ক রাজীব লোচন সরেন, প্রতিমা সরেন, আদিবাসী নেতা গুরুপদ টুডু সহ অন্যান্যরা। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এখানে এলাকার সোমবার দশ হাজার ভক্তকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Purulia, #Manbazar, #Maa Jatyashinni Puja

আরো দেখুন