ফের বাজল সাইরেন, ১০৮ দিন পরে খুলল নকশালবাড়ির ত্রিহানা চা-বাগান
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লকআউটের ১০৮ দিন পরে খুলে গেল শিলিগুড়ির অদূরে নকশালবাড়ির (Naxalbari) ত্রিহানা চা-বাগান। সোমবার থেকে ত্রিহানা চা-বাগানে ফের কাজ শুরু হয়েছে। ফের সাইরেনের শব্দে দলবেঁধে কাজে গেলেন শ্রমিকরা।
১০ নভেম্বর শ্রমিকদের বোনাস না দিয়ে উধাও হয়ে গিয়েছিল বাগান কর্তৃপক্ষ। টানা ১০৮ দিন অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ছিলেন শ্রমিকরা। বাগান খোলার দাবিতে বারবার আন্দোলনে নেমেছেন তাঁরা। পথ অবরোধ থেকে গেট মিটিং, বিক্ষোভ কর্মসূচি করতে দেখা গিয়েছে শ্রমিকদের। বন্ধ বাগানের শ্রমিকদের সাহায্য করতে এগিয়ে এসেছিল ডান-বাম শ্রমিক সংগঠনগুলিও।
শনিবার বাগান ইস্যু নিয়ে শিলিগুড়ি শ্রমদপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক হয়। ১৮ শতাংশ বোনাসের মধ্যে বকেয়া ১২ শতাংশ বোনাস ও পাক্ষিক মজুরি মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই মতো দোলযাত্রার আগে ৭ শতাংশ বোনাস ও পাক্ষিক মজুরি মিটিয়ে দেওয়া এবং বাকি ৫ শতাংশ জুলাই মাসে মিটিয়ে দেওয়ার শর্তে বাগান খোলে।
বাগান বন্ধ থাকাকালীন সাড়ে তিনমাস নিজেদের খরচে চা গাছ পরিচর্যা করেছেন শ্রমিকরা। তার বকেয়ার পরিমাণও বিশাল। সেই টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন ত্রিহানার (Trihana Tea Garden) শ্রমিকরা। বাগানের শ্রমিক শোভামণি নাগ বলেন, বাগান লকআউটের পর ঋণ নিয়ে বাগানের চা গাছ পরিচর্চা করেছি আমরা। প্রশাসনকে জানিয়ে অফ সিজনের কলম কাটার কাজ করেছি। এখনও পাতাও চলে এসেছে। আরএক চা শ্রমিক জগবন্ধু শোবার বলেন, বাগান খুলে যাওয়ায় আমরা খুশি। তবে আমরা ভেবেছিলাম, বাগান খোলার একদিন পর পাক্ষিক মজুরি ও বোনাস মিটিয়ে দেওয়া হবে। তবে কর্তৃপক্ষ দোলযাত্রা পর্যন্ত সময় চেয়েছে। বকেয়া দ্রুত মিটিয়ে দিলে ভালো হয়।