দেশ বিভাগে ফিরে যান

RSS-এর সমালোচক হওয়ায় আমন্ত্রিত প্রবাসী কাশ্মীরি পণ্ডিত অধ্যাপিকাকে দেশের মাটিতে পা রাখতে দেওয়া হল না

February 27, 2024 | 2 min read

ব্রিটেনের অধ্যাপক নীতাশা কৌল জানিয়েছেন, তাঁকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘর (RSS) সমালোচক। এই অপরাধে আমন্ত্রিত প্রবাসী অধ্যাপিকাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হল! ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বিমান বন্দরে।

জন্মসূত্রে কাশ্মীরি পণ্ডিত, বর্তমানে ব্রিটেনের বাসিন্দা, আর পেশায় অধ্যাপিকা। কর্ণাটক সরকারের আমন্ত্রণে সংবিধান ও জাতীয় সংহতি বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে ভারতে এসেও বেঙ্গালুরু বিমানবন্দরের (Bangalore airport) বাইরে বেরতে পারলেন না তিনি। দীর্ঘক্ষণ দমবন্ধকর ছোট্ট একটি ঘরে বসিয়ে রাখার পর পত্রপাঠ তাঁকে ব্রিটেনে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের ৪৮ বছরের ওই অধ্যাপিকা নিজের এক্স হ্যান্ডলে এই কথা জানিয়েছেন। তিনি বিভিন্ন নথি ও আমন্ত্রণপত্রের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, ‘কর্ণাটক সরকার আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু ভারত সরকার ঢুকতে দিল না। অভিবাসন দপ্তরের তরফে শুধু বলা হল, দিল্লির নির্দেশ রয়েছে। অথচ দিল্লি থেকে আমাকে আগে কোনও নোটিস বা চিঠি দিয়ে আসতে বারণ করা হয়নি।’

এই ঘটনায় কংগ্রেস ও বিজেপির মধ্যে কার্যত বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিজেপির তরফে নীতাশাকে (Nitasha Kaul) সরাসরি ‘জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল’ ও ‘ভারতবিদ্বেষী’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। পাল্টা কংগ্রেসের দাবি, দেশে কীভাবে ব্যক্তি স্বাধীনতা ও নির্বাচিত রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, তা এই ঘটনা প্রমাণ করে দিল। অধ্যাপিকা জানিয়েছেন, ১২ ঘণ্টা সফরের পর বেঙ্গালুরুতে এসে তাঁকে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়। একটি ছোট্ট সেলে তাঁকে রাখা হয়েছিল। জল বা খাবারের ঠিকমতো ব্যবস্থা ছিল না। বালিশ বা কম্বলও দেওয়া হয়নি। এরপরে ফের ১২ ঘণ্টা বিমানে চেপে ব্রিটেনে ফিরেছেন তিনি। নীতাশার অভিযোগ, এর আগেও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তাঁকে খুন-ধর্ষণের হুমকি দিয়েছে। এমনকী ভারতে বসবাসকারী তাঁর অসুস্থ, ধর্মপ্রাণ মায়ের বাড়িতেও পুলিস গিয়েছে।

কর্ণাটকের সমাজ কল্যাণমন্ত্রী এইচ সি মহাদেবাপ্পা সোমবার বলেন, ‘রাজ্য সরকারের অধিকার কীভাবে খর্ব করা হচ্ছে, এই ঘটনা তার নতুন উদাহরণ। দেশপ্রেমী সকল ভারতীয়ের এই হুমকির বিরুদ্ধে একজোট হওয়া প্রয়োজন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangalore Airport, #Nitasha Kaul, #UK professor

আরো দেখুন