← রাজ্য বিভাগে ফিরে যান
একশো দিনের কাজের বকেয়া টাকা মিলতেই উৎসবের আমেজ হুগলিজুড়ে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উৎসবের আমেজ গোটা হুগলি (Hooghly) জুড়ে, ১০০ দিনের কাজের টাকা (100 days wor) মিলতেই উৎসবে মাতলেন মগরার শ্রমিকরা। প্রায় দু’বছর ধরে বাংলার পাওনা আটকে রেখেছে মোদী সরকার। ২৬ ফেব্রুয়ারি থেকে রাজ্য নিজেই টাকা পাঠাতে আরম্ভ করেছে। মঙ্গলবার মগরা-১ পঞ্চায়েতের জয়পুরের আদিবাসী পাড়ায় উৎসব শুরু হয়। টাকা নিতে আসা শ্রমিকরা মূলত মহিলারা একে অপরকে সবুজ আবির মাখিয়ে দেন।
ব্যান্ডেলেও শ্রমিকদের দোল খেলতে দেখা গিয়েছে মঙ্গলবার। মগরা-১ পঞ্চায়েতের শ্রমিক মহল্লায় রীতিমতো খুশির হাওয়া। অনেক জায়গায় দোল খেলা হয়েছে। জানা গিয়েছে, চুঁচুড়া-মগরা ব্লকে ৬৫ লক্ষ টাকারও বেশি টাকা পৌঁছেছে শ্রমিকদের হাতে।