← বিবিধ বিভাগে ফিরে যান

কোন কোন বিখ্যাত ভারতীয় জন্মেছিলেন এই দিনে

মোরারজি দেসাই

নৃত্যশিল্পী রুক্মিণী দেবী অরুনদালে

অভিনেত্রী জানভী চাড্ডা

গণিতজ্ঞ সিএস শেষাদ্রি

হকি খেলোয়াড় অ্যাডম সিনক্লায়র
আজ ২৯ ফেব্রুয়ারি, কোন কোন বিখ্যাত ভারতীয় জন্মেছিলেন এই দিনে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:

আজকের দিনে ১৮৯৬ সালে মোরারজি দেসাই জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী।

১৯০৪ সালে ২৯ ফেব্রুয়ারি জন্ম হয়েছিল প্রখ্যাত নৃত্যশিল্পী রুক্মিণী দেবী অরুনদালের।

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জানভী চাড্ডার জন্ম হয়েছিল ১৯৮৪ সালের আজকের দিনে।

গণিতজ্ঞ সিএস শেষাদ্রি আজকের দিনে ১৯৩২ সালে জন্ম গ্রহণ করেন।

ভারতের হকি খেলোয়াড় অ্যাডম সিনক্লায়র ১৯৮৪ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন।