রাজ্য বিভাগে ফিরে যান

আগামীকাল থেকে শুরু ‘বেঙ্গল হিমালয় পর্যটন উৎসব’, কতদিন চলবে?

February 29, 2024 | < 1 min read

আগামীকাল থেকে শুরু ‘বেঙ্গল হিমালয় পর্যটন উৎসব’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল অর্থাৎ পয়লা মার্চ থেকে শুরু হতে চলেছে ‘বেঙ্গল হিমালয় পর্যটন উৎসব’ (Bengal Himalayan Carnival)। উৎসব চলবে তিন দিন ধরে, উদ্দেশ্য ডুয়ার্স ও পাহাড়ের পর্যটনের প্রসার ঘটানো। রাজ্যের পর্যটন দপ্তরের পৃষ্ঠপোষকতায় এবারের উৎসব চতুর্থ বর্ষ পা দিচ্ছে। উৎসবের জন্য তিনটি জায়গা বেছে নেওয়া হয়েছে, মিরিক, লাটাগুড়ি এবং জলঢাকা, ঝালং। একদা এই তিন জায়গা পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিল। এখন অনেকটাই পিছিয়ে পড়েছে। পর্যটন মানচিত্রে ফের এই জায়গাগুলিকে উজ্জ্বলভাবে তুলে ধরাই উৎসবের মূল উদ্দেশ্য। মিরিক পুরসভা, জিটিএ ও মহকুমা প্রশাসন, বেঙ্গল হিমালয় পর্যটন উৎসবকে সফল করতে এগিয়ে এসেছে।

জানা যাচ্ছে, আগামী ১, ২ ও ৩ মার্চ লাটাগুড়ি, জলঢাকা ও মিরিকে পর্যটন উৎসব আয়োজিত হবে। ১ তারিখ লাটাগুড়িতে, ২ তারিখ জলঢাকায় উৎসব হবে। ১ থেকে ৩ মার্চ মিরিকে উৎসব চলবে। পর্যটকদের কাছে স্থানীয় শিল্প, সংস্কৃতি ও খাবারকে তুলে ধরা হবে। বিভিন্ন জায়গা থেকে পর্যটক ও ভ্রমণপ্রেমীরা আসছেন। জানা গিয়েছে, প্রথমদিনে শোভাযাত্রা থাকছে, তাতে বাইক ও হর্স রাইডাররা থাকবেন। তিনদিন ধরে নানা অনুষ্ঠানের সঙ্গে, মিরিক লেকে ওয়াটার স্পোর্টস-সহ অর্কিড, ফুল, দার্জিলিং চা প্রদর্শনী চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #west bengal tourism department, #Bengal Himalayan Carnival

আরো দেখুন