রাজ্য বিভাগে ফিরে যান

গত ৫ বছরে বাংলা থেকে নানান কর বাবদ সাড়ে ৪ লক্ষ কোটিরও বেশি নিয়েছে কেন্দ্র?

February 29, 2024 | < 1 min read

বাংলার পাওনা একশো দিনের কাজের টাকা নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার পাওনা একশো দিনের কাজের (MGNREGA) টাকা আটকে রেখেছে মোদী সরকার, তা নিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে শাসক দল। ইতিমধ্যেই রাজ্য নিজের উদ্যোগে বঞ্চিতদের টাকা মিটিয়েছে। শহরে এসে মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল লাইব্রেরিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়, ফের একবার একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে সরব হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman)। তিনি বলেন, ‘টাকা কীভাবে দেব? এটা কার টাকা? আমার বাবার পয়সা নাকি?’ (তর্জমা করা হয়েছে)

জবাবে সুর চড়িয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি সাফ বলেন, রাজ্যের পাওনা টাকা দেওয়া হচ্ছে না। সীতারমনের ‘বাপ কা পায়সা’-র জবাবে অভিষেক বলেন পাপ কা পয়সা। তৃণমূল সাংসদের অভিযোগ, বাংলা থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে ৪,৬৫,০০০ কোটি নিয়ে গিয়েছে মোদী সরকার, তারপরও বাংলার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #MGNREGA, #FM Nirmala Sitharaman, #abhishek banerjee, #tmc

আরো দেখুন