বিনোদন বিভাগে ফিরে যান

‘ডন ৩’-র জন্য মার্শাল আর্টের ট্রেনিং নেবেন রণবীর-কিয়ারা

March 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফারহান আখতারের পরিচালনায় তৈরি হচ্ছে ‘ডন ৩’। প্রায় দু’দশক পরে বড় পর্দায় ফিরছে ‘ডন’। ১৯৮৭ সালে প্রথম বড় পর্দায় মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’। তারপর ২০০৬ সালে পরিচালক ফারহান শাহরুখ খানকে নিয়ে বানান ‘ডন ২’। এবার ডন-এর আসনে বসবেন রণবীর সিং সঙ্গে থাকবেন কিয়ারা আডবানি।

জানা গিয়েছে, এই ছবির জন্য মার্শাল আর্টসের ট্রেনিং নিতে হবে মুখ্য অভিনেতা রণবীর সিংকে। থাইল্যান্ডের বিশেষজ্ঞদের থেকে নাকি এই শিক্ষা নেবেন তিনি। পাশাপাশি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আদবানিকেও। ‘ডন ৩’-এর হাত ধরে প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন রণবীর ও কিয়ারা। যত দ্রুত সম্ভব পরিচালক ফারহান আখতার শ্যুটিং শুরু করতে চান। এর জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন রণবীর ও কিয়ারা। মার্চের শেষে ভারতে আসার কথা থাইল্যান্ডের বিশেষজ্ঞদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ranveer Singh, #Kiara Advani, #Don 3, #MARSHAL ART, #Farhan Akhtar

আরো দেখুন