রাজ্য বিভাগে ফিরে যান

শিক্ষাক্ষেত্রেও কেন্দ্রের বঞ্চনা, বাংলার প্রাপ্য ১২৭৩ কোটি আটকাচ্ছে কেন্দ্র

March 1, 2024 | < 1 min read

সমগ্র শিক্ষা অভিযানের টাকা আটকানোর পরিকল্পনা কেন? জবাব দিতে নারাজ মন্ত্রকের অফিসাররা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০০ দিনের কাজ, আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশন, পঞ্চদশ অর্থ কমিশনের প্রাপ্যের পর এবার কোপ পড়তে চলেছে শিক্ষাক্ষেত্রে। ‘সমগ্র শিক্ষা অভিযানে’ (Samagra Shiksha Abhiyaan) বরাদ্দ ১ হাজার ২৭৩ কোটি টাকা আটকানো হবে বলেই শিক্ষামন্ত্রক (Ministry of Education) সূত্রে খবর। শুধু বাংলা নয়, ভোটের ঠিক প্রাক্কালে এই খাতে ধাক্কা দেওয়া হচ্ছে দিল্লি, পাঞ্জাব, তামিলনাড়ু, কেরলের মতো বিরোধী শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকেও।

কোন ‘অপরাধে’ এই শাস্তি? তা হল, প্রধানমন্ত্রীর নামে প্রকল্প ‘পিএম-শ্রী’ বা পিএম স্কুলস ফর রাইজিং ইন্ডিয়ায় অনাগ্রহ। এই পাঁচ-ছ’টি রাজ্য কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর করেনি। পাঞ্জাব গোড়ায় রাজি হয়েও পরে সরে এসেছে। তারই সাজা হিসেবে কোপ বসানো হচ্ছে প্রাপ্য অর্থে। চলতি অর্থবর্ষে (২০২৩-’২৪) সমগ্র শিক্ষা অভিযানে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছিল ১ হাজার ৭৪৫ কোটি টাকা। এর মধ্যে ৪৭২ কোটি দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ২৭৩ কোটি আপাতত আটকে রাখা হচ্ছে। পিএম-শ্রী প্রকল্প (PM-SHRI Scheme) রূপায়ণে রাজি হলে তবেই মিলবে সেই টাকা।

একটিমাত্র প্রকল্পে অনাগ্রহী হওয়ায় সমগ্র শিক্ষা অভিযানের টাকা আটকানোর পরিকল্পনা কেন? জবাব দিতে নারাজ মন্ত্রকের অফিসাররা। বিষয়টি রাজনৈতিক আকার নিয়েছে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই অ-বিজেপি শাসিত রাজ্যগুলির ঘাড়ে কোপ পড়তে চলেছে। তামিলনাড়ুর ১ হাজার ৪৫ কোটি, পাঞ্জাব ৩৭০ কোটি, কেরলের ১৬৮ কোটি এবং দিল্লি ১৯০ কোটি আটকানো হবে। মোদী (Modi) বিরোধী রাজ্য বলেই কি এই বঞ্চনা? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #modi govt, #education sector, #Samagra Shiksha Abhiyaan

আরো দেখুন