Weather Update: বঙ্গে জারি আবহাওয়ার মুড সুইং, ঊর্ধ্বমুখী পারদের পরেই বৃষ্টি!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গে চলছে আবহাওয়ার মুড সুইং। সপ্তাহান্তে ফের ঝড়-বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ একাধিক জেলায়। আজ থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। মৌসম ভবনের পূর্বাভাস, আংশিক মেঘলা আকাশের পরিবর্তে পরিষ্কার আকাশের সম্ভাবনা আজ। আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে ফের বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তবে আপাতত এক দু’দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের জেলাগুলিতে।
কলকাতা শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৮৯ শতাংশ।
শুধু মাত্র পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শনিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। ফের বৃষ্টি বাড়তে পারে। হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উচ্চ পার্বত্য এলাকায়।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। পরিষ্কার আকাশ থাকায় দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। শুষ্ক আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কয়েকটি জেলায়।