রাজ্য বিভাগে ফিরে যান

একুশে রক্ষা করতে পারেননি গড়, সেই লকেটকেই হুগলিতে টিকিট BJP-র

March 2, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, হুগলিতে ফের প্রার্থী করা হল লকেট চট্টোপাধ্যায়কে। একুশের বিধানসভা নির্বাচনে চুঁচুড়ায় পদ্ম ফোটাতে পারেননি বিজেপি সাংসদ, অসিত মজুমদারের কাছে প্রায় উনিশ হাজার ভোটে হারতে হয়েছিল তাঁকে। ফলে লকেটকে ফের প্রার্থী করায় বিজেপির অন্দরে নানান চর্চা শুরু হয়েছে।

উনিশের লোকসভা ভোটে, হুগলি কেন্দ্রে রত্না দে নাগকে ৭৩,৩৬২ ভোটে হারিয়ে জয়ী হন পদ্ম প্রার্থী লকেট। কিন্তু দু’বছরের মাথায় তাঁকে বিধানসভা ভোটের লড়াইয়ে নামা বিজেপি। নিজের লোকসভার চুঁচুড়া আসনে বিধায়ক পদপ্রার্থী হন লকেট। সে যাত্রায় হারের মুখ দেখেন। অসিত মজুমদার ১৮,৪১৭ ভোটের ব্যবধানে লকেটকে হারিয়ে দেন। কেবল চুঁচুড়া নয়, গত বিধানসভা ভোটে নিজের লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রেই হেরে বসে আছেন লকেট। সিঙ্গুর, চন্দননগর, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, ধনেখালি; সবক’টি তৃণমূলের দখলে। একুশের পর থেকেই হুগলি বিজেপিতে কোন্দল শুরু হয়। আদি-নব্য ফাটল ক্রমেই চওড়া হচ্ছিল।

গত মাসের শুরুতে হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়েছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা হয়েছিল, ‘‘কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।’’ এ কথার নীচে বন্ধনীতে লেখা, ‘‘দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।’’ শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর-সহ একাধিক জায়গায় দেখা মিলেছিল এমন পোস্টারের।

হুগলির আরামবাগে মোদীর পা পড়ার চব্বিশ ঘন্টা আগেও মাথাচাড়া দিয়েছিল গোষ্ঠী কোন্দল। হুগলি আসনেই তিনজন প্রার্থীর নামে দেওয়াল লিখন প্রকাশ্যে আসে। লকেট চট্টোপাধ্যায়ের নাম কোথাও ছিল না। চুঁচুড়ার সুগন্ধার জগন্নাথবাটিতে ইন্দ্রনীল চৌধুরীর নামে বিজেপির দেওয়াল লিখন প্রকাশ্যে আসে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের নামেও দেওয়াল লেখা হয় চুঁচুড়ায়। হুগলি মোড়ের কাছে কৃষ্ণপুরে আরেক প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগের নামেও দেওয়াল লিখন প্রকাশ্যে আসে। সাফ কথায়, হুগলির বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ প্রার্থী হিসেবে লকেটকে চান না। তারপরেও বিজেপি ফের লকেটকে প্রার্থী করল, যা ঘিরে ইতিমধ্যেই বিজেপি কর্মীদের একাংশ ঘনিষ্ঠবৃত্তে আসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে বলে সূত্রের খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Locket Chatterjee, #bjp

আরো দেখুন