১০ মার্চ যুবভারতীতেই ডার্বি, খেলা শুরু কখন?
March 4, 2024 | < 1 min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খুলল ডার্বি জট। ১০ মার্চ ডার্বি আয়োজন ঘিরে অনিশ্চিয়তার সৃষ্টি হয়েছিল। পুলিশ তরফে আপত্তি জানানো হয়েছিল। তারপর দীর্ঘ আলোচনা শেষ বেরোলো সমাধান সূত্র। ওই দিনেই যুবভারতীতে হচ্ছে ডার্বি। মঙ্গলবার সন্ধ্যায় জানা যায়, ১০ মার্চ ডার্বি শুরু হবে সন্ধ্যা ৮:১৫ থেকে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেন্টিগ্রেড।
#Christmas #Christmas2024 #HottestChristmas #Kolkata #Drishtibhongi
সান্তাক্লজের লাল টুপি মাথায় দিনভর ঘুরল মানুষজন।
#MerryChristmas #MerryChristmas2024 #Churches #Hooghly #Howrah #SantaClaus #Crowd #Drishtibhongi
উত্তরপ্রদেশের যোগী সরকার পর্যন্ত কেন্দ্রের কাছে সাফাই চেয়ে বলেছে যে, গোটা বিষয়টি নিয়ে বিভ্রান্তি হচ্ছে, স্পষ্ট করে দেওয়া হোক।
#GST #GSTCouncil #PopcornTax #Popcorn #NirmalaSitharaman #Controversy #Drishtibhongi