রাজ্য বিভাগে ফিরে যান

কয়লা খনি বণ্টন নিয়ে বাংলাকে বঞ্চনার অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে

March 5, 2024 | < 1 min read

কয়লা খনি বণ্টন নিয়ে বাংলাকে বঞ্চনার অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা না দিয়ে রাজ্যকে বঞ্চনার অভিযোগ আগেই উঠেছে, এবার কয়লা খনি বণ্টন সংক্রান্ত বঞ্চনার অভিযোগ উঠল।

২০১৪ সালে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার। কয়লা খনি বণ্টনের যাবতীয় অনিয়ম ঠেকিয়ে সঠিক পদ্ধতি মেনে কাজ করার কথা ঘোষণা করে তারা। এর জন্য দু’টি অর্ডিন্যান্সও আনে মোদী সরকার। এর মধ্যে কিছু কয়লা খনি (Coal Mines) তারা নিলামে তোলে। কিছু কয়লা খনি সরাসরি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে দিয়ে দেয়। অভিযোগ, এক্ষেত্রেও কাকে ক’টা খনি দেওয়া হবে, তা নিয়ে অস্বচ্ছতা হয়েছে। কেন্দ্র সিদ্ধান্ত নেয়, যদি কোনও কয়লা ব্লক কোনও সংস্থাকে দেওয়া হয়, তাহলে সুপ্রিম কোর্টের (Supreme Coourt) নির্দেশমতো পেনাল্টি মেটাবে খননের দায়িত্ব পাওয়া সংস্থা। খনির লিজ দেওয়া হয়েছে যাকে, তার পেনাল্টি মেটানোর দায় নেই।

এই সূত্রে জানা যায়, ৮.৩ কোটি টন কয়লা মজুত আছে, এমন একটি ব্লকের নিলামে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমকে অংশ নিতে দেয়নি কেন্দ্র। তাদের অভিযোগ ছিল, রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম পেনাল্টি মেটায়নি নির্দিষ্ট সময়ে। তাই তারা নিলামে অংশ নিতে পারবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তে প্রশ্ন তুলেছে ক্যাগ। তাদের বক্তব্য, ওই কয়লাখনি মোদি জমানার আগে রাজ্যকে বণ্টন করা হয়েছিল। সেখান থেকে কয়লা খননের লিজ দেওয়া হয়েছিল একটি জয়েন্ট ভেঞ্চার সংস্থাকে। নিয়মমতো পেনাল্টির টাকা মেটানোর কথা তাদেরই। উন্নয়ন নিগমের নয়। অবশেষে সেই খনির সত্ত্ব চলে যায় একটি বেসরকারি সংস্থার হাতে। শেষ পর্যন্ত বঞ্চিত হয় রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#coal block allocation, #West Bengal, #modi govt, #Coal mines

আরো দেখুন