দেশ বিভাগে ফিরে যান

BJP-কে আনুষ্ঠানিকভাবেই ‘নিজের নামাঙ্কিত দল’ হিসেবে প্রতিষ্ঠা করে দিলেন Modi?

March 5, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন নরেন্দ্র মোদী। এ নিয়ে বিরোধী দলের নেতাদের কটাক্ষও করেছেন তিনি। শুধু তাই নয় ইন্দিরা গান্ধীর সবথেকে বড় সমালোচকও তিনি। অথচ পরোক্ষে সেই ইন্দিরারই পথে হাঁটছেন নরেন্দ্র মোদী। লালুপ্রসাদ যাদবের একটি মন্তব্যকে সামনে রেখে বিজেপিকে প্রায় আনুষ্ঠানিকভাবেই ‘নিজের নামাঙ্কিত দল’ হিসেবে প্রতিষ্ঠা করে দিলেন তিনি। প্রায় আনুষ্ঠানিকভাবেই ‘নিজের নামাঙ্কিত দল’ হিসেবে প্রতিষ্ঠা করে দিলেন তিনি। বিজেপির নেতা-মন্ত্রীদের তাঁর বার্তা, ‘নিজেদের নাম এবং দলের পাশে এবার থেকে আপনারা লিখবেন মোদী পরিবার।’

তারপরই হইহই করে নেমে পড়লেন বিজেপির শীর্ষ নেতারা। শুরু হয়ে যায় এক্স হ্যান্ডেলে বায়ো বদলের হিড়িক অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডাদের। ব্যক্তিগত অ্যাকাউন্টে নিজেদের নামের পাশে বন্ধনীর মধ্যে লিখে ফেলছেন ‘মোদীর পরিবার’। ভোটের আগে নতুন প্রচার।

বিহারে বিরোধীদের জনবিশ্বাস সভার মঞ্চ থেকে লালুপ্রসাদ যাদব বলেছিলেন, ‘মোদী সব সময়ই বিরোধীদের পরিবারতান্ত্রিক হিসেবে আক্রমণ করেন। আমাদের সবার পরিবার আছে। সন্তান আছে। মোদিকে প্রশ্ন করা উচিত, তাঁর পরিবার কোথায়?’ এই মন্তব্যেই তোলপাড় শুরু হয় গেরুয়া শিবিরের অন্দরে। সোমবার সকাল থেকেই বিজেপির পক্ষ থেকে চলতে থাকে প্রতিবাদ এবং সমালোচনা। সেই প্রচারপর্বের আঁচেই হাওয়া দেন নরেন্দ্র মোদী। তেলেঙ্গানার আদিলাবাদের সভা থেকে তাঁর ঘোষণা, ‘অনেক বড় স্বপ্ন নিয়ে আমি সব ছেড়ে বেরিয়ে এসেছিলাম। আজ গোটা দেশ বলছে তারা মোদীর পরিবার। আজ দেশ আমার পরিবার। দেশের স্বপ্ন আমার স্বপ্ন।’

১৯৭৫ সালের জুন মাসে দিল্লির বোট ক্লাবের জনসভা থেকে কংগ্রেস সভাপতি দেবকান্ত বড়ুয়া স্লোগান দিয়েছিলেন, ‘ইন্দিরা ইজ ইন্ডিয়া… ইন্ডিয়া ইজ ইন্দিরা।’ এখনও দলের থেকে নেতানেত্রীকে বৃহৎ আসনে বসানোর চরম তুষ্টিকরণের রাজনৈতিক প্রচারে সেরা স্লোগান এটাই। জরুরি অবস্থার আবহে তাঁকে সর্বোচ্চ জনপ্রিয় ও প্রভাবশালী নেত্রী হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজন ছিল। তাই তাঁর অনুগামীরা প্রাণপণে চেষ্টা করেছিলেন ইন্দিরাকে লার্জার দ্যান লাইফ হিসেবে দেখানোর। যদিও ১৯৭৭ সালের নির্বাচনে দলের ভরাডুবি হয়। ১৯৭৮ সালে জনতা দলের সরকার যখন টালমাটাল, তখন ফের ঘুরে দাঁড়ান ইন্দিরা গান্ধী। এবং কংগ্রেস দলের পরিচয় নিজের নামের সঙ্গেই যুক্ত করে দেন। ১৯৭৮ সালের ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রকৃত কংগ্রেস হিসেবে স্বীকৃতি দেন ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন অংশকে। দলের নাম হয় কংগ্রেস (ইন্দিরা)। প্রতীক দেওয়া হয় হাত। তখন থেকেই বলা শুরু হয়—ইন্দিরা কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা ভোটের ঠিক আগে তেমনই এক রাজনৈতিক আঁচ পাওয়া যাচ্ছে। বিজেপি নেতৃত্ব এবং সরকারের মন্ত্রীরা আনুষ্ঠানিকভাবেই নিজেদের পরিচয় দিচ্ছেন মোদীর নামে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #politics, #Loksabha Election 2024, #bharatiya janta party, #modi ka parivar

আরো দেখুন