বিনোদন বিভাগে ফিরে যান

জন্মদিনে ভক্তদের কী উপহার দিলেন Janhvi Kapoor

March 6, 2024 | 2 min read

জন্মদিনে ভক্তদের কী উপহার দিলেন Janhvi Kapoor

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ৬ মার্চ (বুধবার) জাহ্নবী কাপুরের জন্মদিন। ২৭টি বসন্ত পার করলেন তিনি। জন্মদিনের দিন তাঁর নিজের ভক্তদের দিলেন উপহার। জানেন কী সেই উপহার?

জাহ্নবী কাপুর। (ছবি সৌজন্যে: Instagram/ntrartsoffl)

‘দেবরা’ ছবি দিয়ে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার পা রাখতে চলেছেন জাহ্নবী। ছবিটি মুক্তি পাবে প্যান ইন্ডিয়া জুড়ে। কোরাতলা শিবার দেবরা থেকে জাহ্নবী কাপুরের একটি নতুন পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে জাহ্নবীকে শাড়ি পরে দক্ষিণী নারীর লুকে দেখা গিয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন অভিনেত্রী।

এনটিআর আর্টসের অফিসিয়াল হ্যান্ডেল ছবিটি জাহ্নবীর লুক পোস্টার শেয়ার করা হয়েছে। লেখা রয়েছে, ‘আমাদের প্রিয় থাঙ্গাম, জাহ্নবী কাপুরকে শুভ এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা’। ছবিটি মুক্তি পাবে প্যান ইন্ডিয়া জুড়ে। এই ছবির জন্য ভাষা প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী। জুনিয়র এনটিআর এবং সইফ আলি খানের সঙ্গে দেবরা-তে স্ক্রিন শেয়ার করবেন জাহ্নবী কাপুর।

জাহ্নবী কাপুর। (ছবি সৌজন্যে: Instagram/ntrartsoffl)

বুধবার আরেকটি বড় প্রোজেক্টের ঘোষণা হয়েছে জাহ্নবী কাপুরের। তিনি রামচরণের সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করছেন। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। আপাতত ‘আরসি ১৬’ নামে এটিকে অভিহিত করা হচ্ছে। পরিচালকের আসনে রয়েছেন বুচি বাবু সানা।

জাহ্নবী কাপুর। (ছবি সৌজন্যে: Instagram/ntrartsoffl)

উল্লেখ্য, জাহ্নবীর জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইতে। যুক্তরাষ্ট্রের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে তিনি অভিনয়ের ওপর উচ্চশিক্ষা নিয়েছিলেন। ২০১৮ সালে শশাঙ্ক খৈতান নির্মিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এরপর তাকে যথাক্রমে দেখা গেছে ‘ঘোস্ট স্টোরিস’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘রুহি’, ‘গুড লাক জেরি’, ‘মিলি’ ও ‘বাওয়াল’ ছবিতে।

জাহ্নবী কাপুর। (ছবি সৌজন্যে: Instagram/ntrartsoffl)

TwitterFacebookWhatsAppEmailShare

#Birthday Gift, #Bollywood, #Janhvi Kapoor, #happy birthday, #Devara

আরো দেখুন