উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আলিপুরদুয়ারে ‘নো ভোট টু মনোজ’-র ডাক বারলার? তারপর কী হল?

March 6, 2024 | < 1 min read

আলিপুরদুয়ারে ‘নো ভোট টু মনোজ’-র ডাক বারলার?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টিকিট না পেতেই বিজেপির বিরোধিতায় নেমেছেন আলিপুরদুয়ার লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা। আলিপুরদুয়ারের বিজেপি (BJP) প্রার্থী হিসেবে মনোজ টিগ্গার নাম ঘোষণা হতেই ‘নো ভোট টু মনোজ’ ক্যাম্পেনিং শুরু করেছেন জন বারলা। তাঁর সাফ অভিযোগ, আদিবাসী সমাজের সঙ্গে গদ্দারি করেছে মনোজ। তাঁর দাবি, কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে টিকিট কাটা গিয়েছে তাঁর। স্পষ্ট বক্তব্য, তাঁরা ভোট দেবেন আর শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে এমনটা হতে দেব না। মার খাবেন, কেস খাবেন, লড়াই করবেন, আর বাইরে থেকে নেতার আমদানি হবে এমনটা চলতে পারে না।

মঙ্গলবার সকালে দিল্লি থেকে উত্তরবঙ্গের বাড়িতে ফেরেন জন বারলা (John Barla)। দুপুরে তিনি বিজেপির চা শ্রমিক সংগঠন বিটিডব্লুইউয়ের একটি বৈঠকে যোগ দেন। সেখানেই মনোজ টিগ্গার (Manoj Tigga) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। তিনি বলেন, তাঁর আশীর্বাদ ছাড়া কীভাবে মনোজ জিতবেন, দেখে নেবেন তিনি। অভিযোগ করেন, তাঁর তৈরি চা শ্রমিক সংগঠন ভাঙার চেষ্টা করেছে মনোজ। ভোটে জিতলে সাধারণ চা শ্রমিকদের বিষাক্ত ছোবল দেবেন। তিনি আরও বলেন, মনোজের নিয়মে তিনি চলবেন না, তাঁর নিয়মে মনোজকে চলতে হবে। ও একটাও বন্ধ চা বাগানে যায়নি, দু’বারের বিধায়ক হয়েও মানুষের জন্য কিচ্ছু করেনি। পুরনো সংগঠন আদিবাসী বিকাশ পরিষদের হয়ে চা শ্রমিকদের (Tea Garden workers) দাবি নিয়ে পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার মনোজ বারলার বাড়ি যান, বরফ গলল কিনা তার উত্তর দেবে সময়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #bjp, #tea workers, #John Barla, #Manoj Tigga

আরো দেখুন